ডিগ্রি ২য় রিলিজ স্লিপ আবেদন Degree Release Slip 2023

ডিগ্রি ২য় রিলিজ স্লিপ ও আবেদনের নিয়ম Degree Release Slip 2023। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২১-২২ শিক্ষাবর্ষের ডিগ্রি ১ম বর্ষের রিলিজ স্লিপ আগামী ৩১ জানুয়ারি ২০২৩ বিকাল ৪ টা থেকে শুরু হবে যা চলবে ০৮ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ রাত ১২ টা পর্যন্ত।

ডিগ্রি রিলিজ স্লিপ

যারা আবেদন করতে পারবেন-

ক) মেধা তালিকায় স্থান পায়নি

খ) মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি

গ) ভর্তি বাতিল করেছে।

ঘ) ১ম রিলিজ স্লিপে চান্স পায়নি বা পেয়েও ভর্তি হয়নি

সে সকল প্রার্থী রিলিজ স্লিপে আবেদন করতে পারবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থকে এ সংক্রান্ত তথ্য জানা যাবে।

রিলিজ স্লিপে আবেদনকরার সময়সূচীঃ

  • অনলাইনে আবেদন করার তারিখ: ৩১/০১/২০২৩ থেকে ০৮/০২/২০২৩

ডিগ্রি রিলিজ স্লিপে আবেদন করার নিয়মঃ

  • রিলিজ স্লিপে আবেদন করার জন্য প্রার্থীকে নির্দিষ্ট ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) Applicant Login অপশনে Degree Pass Login সিলেক্ট করে রোল নম্বর ও পিন সঠিকভাবে এন্ট্রি দিতে হবে।

ডিগ্রি রিলিজ স্লিপ

  • রিলিজ স্লিপে আবেদনের জন্য College Selection Option এ গিয়ে আবেদনকারী তার পছন্দ অনুযায়ী কলেজ Select করলে ঐ কলেজে কোর্সভিত্তিক শূণ্য আসনের তালিকা ও তার Eligible কোর্সের তালিকা দেখতে পাবে। এ পর্যায়ে আবেদনকারী তার Eligible কোর্সে এন্ট্রি দিবে।এভাবে একজন প্রার্থী তার পছন্দ অনুযায়ী ৫টি কলেজে প্রার্থিত কোর্স এন্ট্রি দিয়ে রিলিজ স্লিপের ফরম পুরণ করতে পারবে।

উল্লেখ্য, রিলিজ স্লিপের আবেদন সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবেনা এবং আবেদনকারীকে কোন ফি প্রদান করতে হবেনা। রিলিজ স্লিপের আবেদন সংশ্লিষ্ট কলেজ কর্তৃক অনলাইনে নিশ্চয়ন করতে হবে না।

ডিগ্রি ১ম বর্ষের ২য় রিলিজ স্লিপ আবেদন Degree Release Slip 2023

ডিগ্রি ২য় রিলিজ স্লিপ আবেদন Degree Release Slip 2023 1

 

রিলিজ স্লিপ অনলাইনে আবেদন: http://app1.nu.edu.bd/

20 thoughts on “ডিগ্রি ২য় রিলিজ স্লিপ আবেদন Degree Release Slip 2023

  1. আসসালামু আইয়াইকুম আমার একটু সহযোগীতা প্রয়োজন, ভর্তির জন্য আমার আবেদনে নাম আসে নাই, সাল এইবরছের ২০২২ এখন রিলিস স্লিপ কখন চারবে একটু জানাতে পারতে অনেকটা ভালো হতো

    1. ডিগ্রি ১ম বর্ষের রিলিজ স্লিপ আবেদন নোটিশ কবে দিবে জানেন কী

  2. আমরা কি এবছর ভর্তি হতে পারবো??
    রিলিজ স্লিপ কবে দিবে

  3. আমি ডিগ্রি ১ম বর্ষে আবেদন করেছি।নিশ্চয়ন ফি ২৫০টাকা জমা দেই নি।
    রিলিজ স্লিপে কি আবেদন করতে পারব।
    রিলিজ স্লিপ আবেদন কবে শুরু হবে

  4. ডিগ্রি দ্বিতীয় রিলিজ শিল্পীর এর রেজাল্ট কবে দেবে( ২০২২-২০২৩)

  5. আমার এই বছরের প্রথম মেধা তালিকায় নাম আসে নাই আমার কি করা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *